Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বিশ্বনাথ উপজেলার পটভূমি

প্রারম্ভিকাঃ   

               হযরত শাহজালাল (রহঃ) এর স্মৃতি বিজড়িত দু’টি পাতা একটি কুঁড়ির দেশ পূণ্যভূমি সিলেট জেলার অন্যতম প্রবাসী অধ্যুষিত উপজেলা ‘‘বিশ্বনাথ’’। শ্রীহট্টের ইতিহাস ও সিলেট বিভাগের ইতিহাস সম্পর্কিত অন্যান্য গ্রন্থ থেকে জানা যায় হাজার বছরের  আবহমান ঐতিহ্য ও সামাজিক পরিবেশে এ জনপদ গড়ে ওঠে। হযরত শাহজালাল (রহঃ) এর অন্যতম সফর সঙ্গী শাহ চান্দ, শাহ কালু, শাহ কবির (রহঃ) সহ অসংখ্য সুফী সাধক ও কীর্তিমান লোকদের দ্বারা আলোকিত ‘‘বিশ্বনাথ উপজেলা’’। 

 

নামকরণঃ

               ইতিহাস ও ঐতিহ্যের ক্রমবিকাশ পর্যালোচনা করলে দেখা যায় যে, এখানে মুসলমান ও হিন্দু জমিদারদের  আবির্ভাব ঘটেছিল। ১৭৯৩ সালে লর্ড কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্তের সময় বর্তমান বিশ্বনাথ বাজার ও    অন্যান্য গুরুত্বপূর্ণ স্থান সমূহের জমিদারী পান  বাবুরাম জীবন রায় ও তাঁর  পুত্র বিশ্বনাথ রায় চৌধুরী। কালক্রমে উক্ত এলাকায় প্রাথমিকভাবে বিশ্বনাথ বাজারসহ বিভিন্ন প্রশাসনিক প্রতিষ্ঠান গড়ে উঠেছিল বলে সংশ্লিষ্ট জমিদার বিশ্বনাথ রায় চৌধুরীর নামানুসারে ‘‘বিশ্বনাথ’’ নামকরণ হয়েছিল।

 

ভৌগলিক অবস্থানঃ

               বিশ্বনাথ উপজেলা ৪৪.৪৪ হতে ২৪.৫৬ উত্তর অক্ষাংশ এবং ৯১.৩৯ হতে ৯১.৫০ পূর্ব দ্রাঘিমায় অবস্থিত।   উত্তর ও পূর্বে সিলেট সদর উপজেলা, পশ্চিমে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর ও ছাতক উপজেলা এবং দক্ষিণে সিলেট জেলার ওসমানীনগর উপজেলা অবস্থিত।