গত ৩০ এপ্রিল ২০১৬ বেলা ১০.৩০ ঘটিকায় উপজেলা প্রশাসন, বিশ্বনাথ এর আয়োজনে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০১৬ এর চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্যপদের প্রতিদ্বন্ধী প্রার্থীদের সাথে প্রশাসনের একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোঃ জয়নাল আবেদীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনা নুরেআলম মিনা, পুলিশ সুপার, সিলেট। এছাড়া জেলা নির্বাচন অফিসার, র্যাবের ডেপুটি ডিরেক্টর, আনাসার-ভিডিপির জেলা এডজুটেন্ট, এসি(ল্যান্ড), বিজিবির এসিস্টেন্ট ডিরেক্টর, ওসি, বিশ্বনাথ থানা ও রিটার্নিং অফিসারগণ উপস্থিত ছিলেন। উক্ত মতবিনিময় সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার, বিশ্বনাথ জনাব মোহাম্মদ মাশহুদুল কবীর।
উক্ত মতবিনিময় সভায় আসন্ন নির্বাচনে আচরণ বিধি মেনে নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রার্থীদের পরামর্শ দেয়া হয়। নির্বাচনে সহিংসতা সম্পর্কে হুশিয়ারি প্রদান করে বক্তাগণ জনান, যে কোন সহিংসতা কঠোর হাতে দমন করা হবে। সিলেট জেলার অন্য পাঁচটি উপজেলার মত বিশ্বনাথেও সুষ্ঠ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে মর্মে অবহিত করা হয়। বক্তাগণ প্রার্থীদের ও প্রেসক্লাবের নির্বাচন সংক্রান্ত নানান প্রশ্নের জবাব প্রদান করেন। মাননীয় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণ করতে আমরা সব ধরণের পদক্ষেপ গ্রহন করবো। তিনি প্রার্থীদের নির্বাচন বানচাল করার বিষয়ে সতর্ক করে সকলকে নিয়মতান্ত্রিক প্রচারের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করে নির্বাচনে জয়লাভ করার চেষ্ঠা করতে আহ্বান জানান।
সবাইকে আসন্ন নির্বাচনে সহযোগিতা করার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS