Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Citizen Charter

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়

বিশ্বনাথ, সিলেট।

http:/bishwanath.sylhet.gov.bd/

 

নাগরিক সনদ বা সেবা প্রদান প্রতিশ্রুতি

০১। ভিশন ঃ দক্ষ ও কার্যকর জনপ্রশাসন।

০২। মিশন ঃ প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে একটি সেবামূখি, কল্যাণধর্মী ও দায়বদ্ধ জনপ্রশাসন গড়ে তোলা।

০৩। উদ্দেশ্য ঃ অগ্রাধিকার ভিত্তিতে উর্ধতন কর্তৃপক্ষের আদেশ পালন, বাস্তবায়নসহ স্বচ্ছতা ও জবাবদেহিতার মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে নাগরিক সেবা প্রদান।

 

ক্রমিক নং

 সেবার নাম

প্রয়োজনীয় সর্বোচ্চ সময় (ঘন্টা/দিন/

মাস)

প্রয়োজনীয় কাগজপত্র

কাগজপত্র আবেদন ফরম প্রাপ্তির স্থান

 সেবামূল্য ও পরিশোধ পদ্ধতি

(যদি থাকে)

শাখার নামসহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহ অন্যান্য তথ্য

উর্দ্ধতন কর্মকর্তার পদবীসহ অন্যান্য তথ্য

০১

০২

০৩

০৪

০৫

০৬

০৭

০৮

০১

প্রয়াত বীর মুক্তিযোদ্ধাদের দাফন কাফন/অন্তেষ্টিক্রিয়া খরচ প্রদান

০১ (এক) কার্যদিবস

উপজেলা নির্বাহী অফিসার/ গার্ড অব অনার প্রদানকারী এক্মিকিউটিভ ম্যাজিস্ট্রেট/কর্মকর্তা একটি স্থানীয়ভাবে তৈরী/ছাপানো ফাঁকা আবেদন ফর্ম এবং নির্ধারিত পরিমাণ টাকা সঙ্গে নিয়ে যাবেন 

স্থানীয়ভাবে প্রণীত আবেদন ফরম উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় হতে সংগ্রহ করতে হবে।

কোন খরচ নেয়া হয় না।

উপজেলা নির্বাহী অফিসার

'০৮২২৮-৫৬০৬৯

È০১৭৩০৩৩১০৩২

Email : unobiswanath@gmail.com

 

জেলা প্রশাসক

 সিলেট।

'০৮২১-৭১৬১০০

Email : dcsylhet@gmail.com

            dcsylhet@mopa.com

 

০২

জন্ম নিবন্ধন ও জন্ম নিবন্ধন সংশোধনের আবেদন গ্রহণ নিষ্পত্তিকরণ।

০৭ (সাত) দিন

জন্ম নিবন্ধন সংশোধনের নির্ধারিত আবেদন ফরম ও বিলম্বের কারণ ও ত্রুটি অথবা সঠিক জন্ম তারিখ সম্পর্কিত প্রমাণক মূল/সত্যায়িত । 

সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ কার্যালয়/ ইউনিয়ন ডিজিটাল সেন্টার

০৩

কৃষি খাস জমি বন্দোবস্ত প্রদান

৪৫ (পঁয়তাল্লিশ) কার্যদিবস

১.উপজেলা ভূমি অফিস থেকে প্রাপ্ত বন্দোবস্ত নথি।

২.আবেদনকারীর স্বামী/স্ত্রীর  ও সন্তানদের যৌথ ছবিসহ আবেদন ১কপি

৩. আবেদনকারী ভূমি হীন মর্মে চেয়ারম্যান/মেয়র এর প্রত্যয়ন ১ কপি

৪. আবেদনকরীর স্বামী/স্ত্রীর জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি ১ ফর্দ

৫. ভূমিহীন হিসেবে উপজেলা কৃষি খাস জমি বন্দোবস্ত কমিটির সুপারিশ/ কার্য়বিবরণী

৬. স্কেচ ম্যাপ।

উপজেলা ভূমি অফিস

এ অফিসের জন্য প্রযোজ্য নয়/ফ্রি