গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়
বিশ্বনাথ, সিলেট।
http:/bishwanath.sylhet.gov.bd/
নাগরিক সনদ বা সেবা প্রদান প্রতিশ্রুতি
০১। ভিশন ঃ দক্ষ ও কার্যকর জনপ্রশাসন।
০২। মিশন ঃ প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে একটি সেবামূখি, কল্যাণধর্মী ও দায়বদ্ধ জনপ্রশাসন গড়ে তোলা।
০৩। উদ্দেশ্য ঃ অগ্রাধিকার ভিত্তিতে উর্ধতন কর্তৃপক্ষের আদেশ পালন, বাস্তবায়নসহ স্বচ্ছতা ও জবাবদেহিতার মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে নাগরিক সেবা প্রদান।
ক্রমিক নং |
সেবার নাম |
প্রয়োজনীয় সর্বোচ্চ সময় (ঘন্টা/দিন/ মাস) |
প্রয়োজনীয় কাগজপত্র |
কাগজপত্র আবেদন ফরম প্রাপ্তির স্থান |
সেবামূল্য ও পরিশোধ পদ্ধতি (যদি থাকে) |
শাখার নামসহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহ অন্যান্য তথ্য |
উর্দ্ধতন কর্মকর্তার পদবীসহ অন্যান্য তথ্য |
০১ |
০২ |
০৩ |
০৪ |
০৫ |
০৬ |
০৭ |
০৮ |
০১ |
প্রয়াত বীর মুক্তিযোদ্ধাদের দাফন কাফন/অন্তেষ্টিক্রিয়া খরচ প্রদান |
০১ (এক) কার্যদিবস |
উপজেলা নির্বাহী অফিসার/ গার্ড অব অনার প্রদানকারী এক্মিকিউটিভ ম্যাজিস্ট্রেট/কর্মকর্তা একটি স্থানীয়ভাবে তৈরী/ছাপানো ফাঁকা আবেদন ফর্ম এবং নির্ধারিত পরিমাণ টাকা সঙ্গে নিয়ে যাবেন |
স্থানীয়ভাবে প্রণীত আবেদন ফরম উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় হতে সংগ্রহ করতে হবে। |
কোন খরচ নেয়া হয় না। |
উপজেলা নির্বাহী অফিসার '০৮২২৮-৫৬০৬৯ È০১৭৩০৩৩১০৩২ Email : unobiswanath@gmail.com
|
জেলা প্রশাসক সিলেট। '০৮২১-৭১৬১০০ Email : dcsylhet@gmail.com
|
০২ |
জন্ম নিবন্ধন ও জন্ম নিবন্ধন সংশোধনের আবেদন গ্রহণ নিষ্পত্তিকরণ। |
০৭ (সাত) দিন |
জন্ম নিবন্ধন সংশোধনের নির্ধারিত আবেদন ফরম ও বিলম্বের কারণ ও ত্রুটি অথবা সঠিক জন্ম তারিখ সম্পর্কিত প্রমাণক মূল/সত্যায়িত । |
সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ কার্যালয়/ ইউনিয়ন ডিজিটাল সেন্টার |
ঐ |
ঐ |
ঐ |
০৩ |
কৃষি খাস জমি বন্দোবস্ত প্রদান |
৪৫ (পঁয়তাল্লিশ) কার্যদিবস |
১.উপজেলা ভূমি অফিস থেকে প্রাপ্ত বন্দোবস্ত নথি। ২.আবেদনকারীর স্বামী/স্ত্রীর ও সন্তানদের যৌথ ছবিসহ আবেদন ১কপি ৩. আবেদনকারী ভূমি হীন মর্মে চেয়ারম্যান/মেয়র এর প্রত্যয়ন ১ কপি ৪. আবেদনকরীর স্বামী/স্ত্রীর জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি ১ ফর্দ ৫. ভূমিহীন হিসেবে উপজেলা কৃষি খাস জমি বন্দোবস্ত কমিটির সুপারিশ/ কার্য়বিবরণী ৬. স্কেচ ম্যাপ। |
উপজেলা ভূমি অফিস |
এ অফিসের জন্য প্রযোজ্য নয়/ফ্রি |
ঐ |
ঐ |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS