সিলেটের বিশ্বনাথ উপজেলার ৬টি ইউনিয়নে অনুষ্ঠিত নির্বাচনের ফলাফলে আওয়ামী লীগ ২টি, বিএনপি ২টি, স্বতন্ত্র হিসেবে ১টিতে আওয়ামী লীগের বিদ্রোহী ও ১টিতে বিএনপির বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছেন। শনিবার রাতে বেসরকারিভাবে নির্বাচিত চেয়ারম্যানদের নাম ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাশহুদুল কবীর।
লামাকাজী ইউনিয়নে ৬ হাজার ২৯ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কবির হোসেন ধলা মিয়া (ধানের শীষ)। তাঁর নিকটতম প্রতিদ্বন্দি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ শাহনুর হোসাইন (নৌকা) পেয়েছেন ৪ হাজার ৯৩২ ভোট। অপর প্রার্থীদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মঈন উদ্দিন (আনারস) ১ হাজার ৯০৫ ভোট, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক এ কে এম দুলাল (লাঙ্গল) ১ হাজার ৪০৬ ভোট পেয়েছেন।
খাজাঞ্চী ইউনিয়নে ৪ হাজার ৯২১ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী উপজেলা ছাত্রদল নেতা তালুকদার গিয়াস উদ্দিন (ধানের শীষ)। তাঁর নিকটতম প্রতিদ্বন্দি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধর (নৌকা) পেয়েছেন ৩ হাজার ৭৭৮ ভোট। অপর প্রার্থীদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী উপজেলা জামায়াতের নায়েবে আমীর নিজাম উদ্দিন সিদ্দিকী (চশমা) ৩ হাজার ৫০৮ ভোট, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী জাতীয় পার্টি নেতা রুবেল আহমদ আফছল (লাঙ্গল) ১ হাজার ৬১ ভোট, স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগ বিদ্রোহী) ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি পীর লিয়াকত হোসেন (আনারস) ৬১৭ ভোট, শিব্বির আহমদ (টেবিল ফ্যান) ১০৬ ভোট, আবদুস ছত্তার (মোটর সাইকেল) ৭৮ ভোট পেয়েছেন।
অলংকারী ইউনিয়নে ৫ হাজার ৯১১ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী (বিএনপির বিদ্রোহী) উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক নাজমুল ইসলাম রুহেল (চশমা)। তাঁর নিকটতম প্রতিদ্বন্দি বিএনপির মনোনীত প্রার্থী আবদুল হক (ধানের শীষ) পেয়েছেন ৩ হাজার ৪৪১ ভোট। অপর প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা যুবলীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক রফিক মিয়া (নৌকা) ১ হাজার ৩১৭ ভোট, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী উপজেলা জাতীয় পার্টি নেতা ছালেহ আহমদ তোতা (লাঙ্গল) ৬৭৩ ভোট পেয়েছেন।
রামাপাশা ইউনিয়নে ৫ হাজার ৫৯৩ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর (নৌকা)। তাঁর নিকটতম প্রতিদ্বন্দি স্বতন্ত্র প্রার্থী (আওয়াম লীগ বিদ্রোহী) উপজেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক আজিজুর রহমান (আনারস) পেয়েছেন ৪ হাজার ২৫৯ ভোট। অপর প্রার্থীদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী (বিএনপি বিদ্রোহী) উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক বশির আহমদ (চশমা) ৩ হাজার ৯২৩ ভোট, বিএনপি মনোনীত প্রার্থী উপজেলা বিএনপি নেতা জয়নাল আবেদীন (ধানের শীষ) ২ হাজার ৯১৩ ভোট পেয়েছেন।
দৌলতপুর ইউনিয়নে ৪ হাজার ৯২২ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আমির আলী (নৌকা)। তাঁর নিকটতম প্রতিদ্বন্দি বিএনপি মনোনীত প্রার্থী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আরব খান (ধানের শীষ) পেয়েছেন ৪ হাজার ৩২১ ভোট। অপর প্রার্থীদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগ বিদ্রোহী) উপজেলা আওয়ামী লীগ নেতা আছাব উদ্দিন (আনারস) ২ হাজার ৪১০ ভোট, ইউনিয়ন জামায়াতের সভাপতি বাবুল মিয়া (চশমা) ৬৭৪ ভোট, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী সাইদুর রহমান (লাঙ্গল) ৪৪৩ ভোট, স্বতন্ত্র প্রার্থী কবি খালেদ মিয়া (রজনীগন্ধা) ১১৭ ভোট পেয়েছেন।
বিশ্বনাথ সদর ইউনিয়নে ৫ হাজার ৪৪১ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগ বিদ্রোহী) উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক ছয়ফুল হক (আনারস)। তাঁর নিকটতম প্রতিদ্বন্দি বিএনপি মনোনীত প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন (ধানের শীষ) পেয়েছেন ৪ হাজার ১১৯ ভোট। অপর প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগ নেতা আলহাজ্ব আবদুল জলিল জালাল (নৌকা) ৩ হাজার ৯৮ ভোট, স্বতন্ত্র প্রার্থী উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আবদুল মতিন (চশমা) ২ হাজার ৭৯৮ ভোট পেয়েছেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS